খোঁজাখুঁজি

Sunday, October 20, 2013

মাসকাবারি বইপত্তর - ৮ (সেপ্টেম্বর-অক্টোবর'২০১৩)

মাসকাবারি বইপত্তরের হিসেব পত্তর বছরখানেক  কি দুয়েক আগে বেশ নিয়মিতই রাখতাম আর লোকজনকে ডেকে হেঁকে সদ্য পড়া বই নিয়ে বকরবকর করবার কলেজীয় অভ্যাসে ফেসবুকেও লিখে রাখার  বদভ্যেস ছিল, যদি কেউ দুই চারক্থা বলে এই আশায়| তারপর কালের নিয়মে চোখ আর হাত পাল্লা দিয়ে দুর্বল হতে লাগল, সাথে কমতে লাগল সময়, মনঃসংযোগ| তা 'বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ' রচনায় চিরকালই যে 'আশীর্বাদ' এর পক্ষে কলম চালিয়ে এসেছি সেই কৃতজ্ঞতায়ই বোধহয় বিজ্ঞান হাতে তুলে দিল হাত বা চোখের উপর বেশী অত্যাচার না করে সহজে পুষ্টিকর উপায়ে বই পড়ার সুযোগ, ই-বুক| আহ্লাদে আটখানা হয়ে বিজ্ঞানের জয়ধ্বনি দিয়ে আমিও আবার ফিরিয়ে আনলাম বকবকানির সিরিজখানা| :-)