রাজারহাট, নিউ-টাউন --- উচ্ছেদ ও নয়াবসতির ছত্তিরিশ কাহন যেখানে ছড়িয়ে
আছে প্রতি কাঠা জমিতে| নব্বইয়ের দশকে কে যে প্রথম স্বপ্ন দেখেছিল জলাজমি, ধানজমি আর
অজস্র জীববৈচিত্র্যে ভরা ধুপির বিল , ঘুণির বিল সহ এই বিস্তীর্ণ অঞ্চলকে ছেনে উপড়ে
ঢেলে নতুন করে সাজাবে, তা আজ আর জানার কোনও উপায়ই নেই| ইমতিয়াজ আলি, বালু সর্দার, সুশান্ত
মিস্ত্রিরা ত্খনও জানত লাল পার্টি হল গরীবের বন্ধু, ত্রাতা, তাদের কাছের লোক| তাই যখন
হঠাৎই একদিন তাদের ফলন্ত ধানের ক্ষেতে ঢেলে দেওয়া হয় কয়েক ট্রাক মাটি, কিম্বা চালিয়ে
দেওয়া হয় ভলভো বাস্ আর তদারকিতে থাকে লোকাল কমিটির '--'দা; তারা ভারী অবাক হয়ে গেছিল,
এতটাই অবাক যে একটা কথাও বলতে পারে নি| আর অমনি করেই তারা টুপ করে কোথায় যেন হারিয়ে
গেল একদিন, আর তাদের খুঁজেও পাওয়া গেল না| যাদের মুখে কথা ফুটেছিল, চোখে রাগ আর হাতে
কাটারি উঠেছিল তাদের কেউ কেউ পাখি সর্দারের মত গুলি খেয়ে টপকে গেল, কিম্বা বাপি সর্দারের
মত হঠাৎই মস্ত বড়লোক হয়ে বাইক দাপিয়ে ঘুরতে লাগল| ধানক্ষেত আর বিল, জলা ভরে উঠল মাটিতে,
যে মাটিকে ওরা মা বলেই জানত| 'মা-মাটি-মানুষ'এর মমতাময়ী শ্লোগান তৈরী হতে তখনও একযুগ
বাকী|
খোঁজাখুঁজি
Tuesday, December 10, 2013
Sunday, October 20, 2013
মাসকাবারি বইপত্তর - ৮ (সেপ্টেম্বর-অক্টোবর'২০১৩)
মাসকাবারি বইপত্তরের হিসেব পত্তর বছরখানেক কি দুয়েক আগে বেশ নিয়মিতই রাখতাম আর লোকজনকে ডেকে হেঁকে সদ্য পড়া বই নিয়ে বকরবকর করবার কলেজীয় অভ্যাসে ফেসবুকেও লিখে রাখার বদভ্যেস ছিল, যদি কেউ দুই চারক্থা বলে এই আশায়| তারপর কালের নিয়মে চোখ আর হাত পাল্লা দিয়ে দুর্বল হতে লাগল, সাথে কমতে লাগল সময়, মনঃসংযোগ| তা 'বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ' রচনায় চিরকালই যে 'আশীর্বাদ' এর পক্ষে কলম চালিয়ে এসেছি সেই কৃতজ্ঞতায়ই বোধহয় বিজ্ঞান হাতে তুলে দিল হাত বা চোখের উপর বেশী অত্যাচার না করে সহজে পুষ্টিকর উপায়ে বই পড়ার সুযোগ, ই-বুক| আহ্লাদে আটখানা হয়ে বিজ্ঞানের জয়ধ্বনি দিয়ে আমিও আবার ফিরিয়ে আনলাম বকবকানির সিরিজখানা| :-)
Subscribe to:
Posts (Atom)