খোঁজাখুঁজি

Sunday, August 12, 2012

আর এ পি ই

চারদিকে খুব ধর্ষণ ধর্ষণ রব উঠেছে| দৃশ্য, শ্রাব্য যত রকম মাধ্যম আছে সবেতেই একটা দুটো তিনটে চারটে করে ঘটনা দেখা/শোনা যাচ্ছে, পরিচিত সমাজকর্মী মুখ গম্ভীর করে বলছেন 'রেপের সংখ্যা ভয়ংকরভাবে বেড়ে গেছে বুঝলেন'| একদ্ল রাজনীতিজীবি চেঁচাচ্ছে 'সব সাজানো| ধর্ষণ ফর্ষণ সব বোগাস'| আরেকদল রাজনীতিজীবি তুলে আনছে  আরো আরো অনেক ঘটনা|  আম জনতা যদি বলে আরে অতবড় অভিযোগ কোনও মেয়ে বানিয়ে বানিয়ে করতে পারে নাকি? তাহলে কলা জনগণ তৎক্ষণাৎ বলবে আরে করতে পারে না বলে কোনও কথা আছে? মানুষ পারে না এমন কাজই নেই, আর এ তো মেয়েমানুষ| লিচু জনগণ আবার ঠোঁট উল্টে বলে দিল দ্যাখো গিয়ে সব ভেতরে ভেতরে সাঁট আছে, তুমি-আমি কি বুঝবো ওসব ব্যপার, বাদ্দাও বাদ্দাও| মোদ্দাকথা হল প্রায় সকলেই ঐ নিয়ে কথা বলছে| কেউ বাংলায় বলে 'ধর্ষণ', যাদের আবার বাংলায় অস্বস্তিকর শব্দ দেখতে অসুবিধে লাগে তারা বলে 'রেপ', 'রেপকেস', রেপ ভিক্টিম'| তবে 'রেপ অ্যাক্ট্রেস' শব্দটা এখনও কেউ ব্যবহার করেন নি অবশ্য| ভাগ্যিস! 

Saturday, March 31, 2012

রান্নাবান্না সহজ নয়

'নারিকেল ভোজনে অহিত যদি হয়, তন্ডুলেতে উপশম জানিবে নিশ্চয়
আম্রফলে দুগ্ধে ঘৃতে জামীরের রস কদলীর ফলে ঘৃত পাচক সরস

"কাঁঠালে কদলী ফল, কদলীতে ঘৃত ঘৃতপাকে জম্বুরস জীর্ণমতে ধৃত

জামরস বিগুণে লবণ প্রতিফল বিঘ্নকর লবণে তন্ডুলধৌত জল

Monday, February 13, 2012

উদারচরিতম


)
বন্ধুমহলে চন্দনের বেশ দরাজদিল বলে নাম আছে৷ যে কোনও সামান্য উপলক্ষ্যেই বন্ধুদের খাইয়ে দেয়, কেউ সাহায্য চাইলে তো কথাই নেই, প্রাণপণে সাহায্য করে৷ চিন্তাভাবনায়ও বেশ উদার প্রকৃতির বলে পরিচিত৷ ওদের গোঁড়া ব্রাহ্মণবাড়ীর কোনও সংস্কারই সে মানে না৷ অহেতুক আচারসর্বস্বতা যে তার দু চক্ষের বিষ এ কথা সে প্রথম আলাপের মিনিট পনেরোর মধ্যেই জানিয়ে দেয় লোককে৷ দুটো এন জি ওর সাথে যুক্ত চন্দন৷ এছাড়াও একটি আধা সরকারি অনাথ আশ্রমেও তার যাওয়া আসা আছে, তাদের বিভিন্ন উদ্যোগের সাথে সক্রিয়ভাবেই জড়িত থাকে৷ চন্দনের দাদা রঞ্জনও অনেকটা এই ধরণেরই, তবে সে কথা অনেক কম বলে৷

Saturday, January 14, 2012

মাসকাবারি বইপত্তর - ২


এইমাসে প্রথমেই একটি বই আবার ফিরে পড়লাম৷ বইটি "লালবাতির নীল পরিরা' -- কৃষ্ণা দত্ত -- আনন্দ পাবলিশার্স। এছাড়া আর যে দুটি বই পড়ে শেষ করলাম তা
'পরিবেশের জাতপাত' -- মোহিত রায় -- গাঙচিল আর 'পূর্ববঙ্গীয় কথ্য ভাষা' -- কোরক সাহিত্য পত্রিকা -- প্রাক শারদ সংখ্যা৷