সে ছিল একসময় যখন বর্ষাকাল ছাড়া অন্যসময় ইলিশমাছ কিনতে গেলে মানিকতলা বাজারে নিয়মিত ঢুঁ মারতে হত, চেনা দোকানিকে তুতিয়ে পাতিয়ে যদি পাওয়া যায় মনোমত একটি বা একজোড়া 'জলের রূপালী শস্য'৷ এদিকে বর্ষাকালে তো যখন তখন চকচকে ইলিশ ঢুকে পড়ত বাঙালীর হেঁসেলে৷ রাত সাড়ে নটায় বাড়ী ফেরার পথে গঙ্গার ঘাট থেকে ইলিশ নিয়ে ফিরেছেন দাদু আর দিদা ভাববাচ্যে 'মাইনষের কুনো আক্কল নাই! তাইন রাতদুফরে ইলিশ লইয়্যা আইছুইন' মুখঝামটা দিয়েও দিব্বি কেটেকুটে ভেজেভুজে খাইয়েছেন সবাইকে৷