খোঁজাখুঁজি

Sunday, May 15, 2005

নায়াগ্রা ফলস - সপ্তম আশ্চর্য্যের এক আশ্চর্য্য

আমার সাড়ে চার বছর বয়সে বাবা আমাকে একটি খেলনা এনে দেন যার নাম ভিউমাস্টার। এতে একটা প্ল্যাস্টিকের বাক্সে নানারকম ছবি দেখা যেত। সাদা রঙের গোল কার্ডের পরিধি বরাবর ছোট্ট ছোট ফিল্ম আটকানো থাকত। ঐ বাক্সের মাথার দিকে একটি স্লট যাতে ঐ সাদা কার্ড ঢুকিয়ে দিলে চমৎকার ছবি দেখা যায়। পাশে একটা হাতল আছে যা টানলে ছবি পরিবর্তন হয়। একেকটা কার্ডে ছবি থাকে ৭টা করে। এতেই একখানা কার্ড ছিল seven wonders বলে। তাতেই আমি প্রথম দেখি নায়াগ্রার ছবি। জলপ্রপাতের থেকেও আমার আশ্চর্য্য লেগেছিল কিছু লোককে একরকম হলুদ পোশাক পরে তার পাশ দিয়ে উঠতে দেখে। কেউ ঠিক করে বলতে পারে নি এক্কেরে একরকম পোশাক পরা ওরা কারা। কে যেন বলেছিল ওরা সৈন্য। সেই থেকে কতকিছু ভাবতাম ঐ জলপ্রপাতের পাশ দিয়ে হেঁটে যাওয়া নিয়ে। আহারে অত অত জল টপকে ওরা কি করে যাবে যুদ্ধ করতে? তখন অবশ্য ঐ জায়গাটা মস্ত দুরের দেশ বলে মনে হত। কল্পনাই করি নি নিজেও কোনোদিন ওখানে গিয়ে উপস্থিত হব।