খোঁজাখুঁজি

Saturday, October 1, 2011

মাসকাবারি বইপত্তর - সেপ্টেম্বর

সেপ্টেম্বর মাস খুবই ব্যস্ততার মাস৷ পুজোর ঠিক আগে আগে ইচ্ছেয় হোক কি অনিচ্ছায় সামাজিক, পারিবারিক দায়িত্ব কিছু পালন করতেই হয়৷ ফলে সময়ের টানাটানি আরও বেড়ে যায়৷ এমনিতেই সারাবছর সময়ের পেছনে পাঁইপাঁই করে দৌড়েও সময়কে ধরে উঠতে পারি না৷ যাই হোক মোদ্দা কথা হল, এই মাসে বইটই তেমন পড়া হয় নি৷ অল্প যে দুই একখান হয়েছে তাই লিখে রাখি৷



ছড়াসমগ্র - শঙ্খ ঘোষ :: এই বইটা সারা মাস ধরেই ঘুরে ফিরে পড়ে গেছি৷ আরও পড়ব অনেকবার নিশ্চয়৷ এই শঙ্খ ঘোষ ভদ্রলোক যে শব্দ নিয়ে কি করতে থাকেন ---- অবিশ্বাস্য!! বইটা দে'জ পাবলিশিঙের, দাম ২০০/-৷ হার্ডকভারে বাঁধাই, ডাঁসা পাতিলেবুর সবুজে হলুদে মেশানো মলাটে দেবব্রত ঘোষের প্রচ্ছদ একেবারে যথাযথ৷ ভেতরে অলংকরণও দেবব্রত ঘোষেরই করা৷ ভারী সুন্দর ছিমছাম কাজ৷ শঙ্খ ঘোষের্ ছড়া নিয়ে আমি আর কী-ই-বা বলতে পারি ---- দু'চারটে উদাহরণ দিই বরং৷


বইয়ের দ্বিতীয় কবিতা এটা:


উলুকঝুলুক শুলুক পাতায়
কণ্টিকারি ফুল
হরেকরকম আলসে কথা
পোড়োবাড়ীর ঝুল


শ্যাওড়াগাছের টনক নড়া
বদ্যিভিটের ভুত
চাঁদনীরাতে কুলপি গড়ায়
আস্ত তিরিশ ফুট
--------------
--------------
-------------- (আরো দুই প্যারা আছে, টুকতে আলসেমি লাগছে)


কিম্বা ধরুন তার পরের কবিতাটা


             চাকুমচুকুম বাকতাল্লা
                          অন্ধকারের ছা
             গাবুসগুবুস ইয়া আল্লা
                          ডুবল ভরা না'


             পৈঠাতে পা ফিনিকঝিনিক
                           ইস্কাপনের বিবি
             জলের থেকে তুলতে পারি
                          বল আগে কী নিবি?


এরকম আরও অনেক অজস্র অজস্র ছড়া৷ এই বইটা নিয়ে পরে একটা আস্ত আলোচনা করার ইচ্ছে আছে৷


'আত্মকথা' - সারদাসুন্দরী দেবী:: ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের মা এই সারদাসুন্দরী দেবী৷ সারদাসুন্দরী এই আত্মকথাটি নিজে হাতে লেখেন নি, মুখে মুখে বলে গেছেন, যোগেন্দ্রলাল খাস্তগীর শুনে শুনে লিখে নিয়েছেন৷ বইটার ইন্টারেস্টিং ব্যপার হল, সারদাসুন্দরী অত্যন্ত ধার্মিক এবং সেজন্য তাঁর ভাশুর যখন তাঁকে ও তাঁর ছেলেদের সম্পত্তি ও এজমালি জিনিষপত্র থেকে বঞ্চিত করছেন, তিনি সেটা অত্যন্ত স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন৷ ছেলেদেরও কোর্টকাছারি করা থেকে বিরত করছেন৷ কেশবচন্দ্র সেনের জীবনের খুঁটিনাটি কিছু বর্ণনা আছে বইটয়৷ সব মিলিয়ে খুব যে সুখপাঠ্য তা নয়, তবে ইন্টারেস্টিং৷


এছাড়া পড়লাম 'শারদীয়া ভ্রমণ'৷ শারদীয়া 'সানন্দা'র খান দুই উপন্যাস পড়া হয়েছে৷ শরদীয়া 'নবপত্রিকা' আলাদা আলোচনা করব৷ তো, শারদীয়া নিয়ে অক্টোবরের মাসকাবারে কথা বলা যাবে নাহয়৷

No comments:

Post a Comment